পুন্ড্র বর্ধনের কোন খত্রীয় বংশে গোপালের জন্ম। এই অঞ্চল বরেন্দ্র ভূমির অংশ। প্রাচীন নাম পুন্ড্র বর্ধন, পরবর্তী কালের নাম বরেন্দ্র ভূমি। বরেন্দ্র অর্থ খিয়ার মাটি । যাকে গ্রামের মানুষ খিয়ার মাটি বলে জানে। এই অঞ্চলের মাটিও পৈরিক। রাজা ভীম এখানেই রাজধানী করে বরেন্দ্র ভূমির রাজা হয়। রাজা ভীমকে পরাজিত ও নিহত করে রামপাল তার জনক ভূমি উদ্ধার করে । জনক ভূমি বলতে এটাই গোপালের জন্ম ভূমি । অর্থ্যাৎ আদি পুরম্নষের মাতৃভূমি। তাই এই অঞ্চলের নাম হয় গোপালপুর। গোপালাপুর মৌজার নামানুসাইেউনিয়নের নাম করণ করা হয় গোপালপুর ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস