Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে গোপালপুর ইউনিয়ন

অবস্থানঃ-

গোপালপুর ইউনিয়নটি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পূর্বদিকে রংপুর সদর, বদরগঞ্জ ও মিঠাপুকুর এই তিন উপজেলার মোহনায় অবস্থিত।এখানে রয়েছে একটি ভারি শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলস। কৃষি প্রধান এলাকা বটে।ইউনিয়নটি উত্তর দক্ষিণদিকে ডিম্বাকার বটে।এই ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে ১০নং মধুপুর ইউনিয়ন পূর্বদিকে চন্দনপাঠ ইউনিয়ন উত্তরদিকে মমিনপুর ইউনিয়ন দক্ষিণ পশ্চিম দিকে কুতুবপুর ইউনিয়ন ও খাড়া দক্ষিনে রয়েছে ১নং খোড়াগাছ ইউনিয়ন।অত্র ইউনিয়নের সন্নিকটে  মিঠাপুকুর উপজেলার ১নং খোড়াগাছ ইউপি অবস্থিত। যাহা্কে বিভক্ত করেছে গোপালপুর ভীমের গড় সীমানা।অক্ষংশ, দ্রাঘিমাংশ ।

আয়তনঃ-

ইউনিয়নের আয়তন ২২.২২ বর্গ কিলোমিটার। 

জনসংখ্যা : 

ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ৩৬৫০০ জন।  

মৌজাঃ-

৬টি মৌজা রয়েছে। মৌজা গুলো হলো: ক) শিবপুর খ) বসন্তপুর গ) বছরাজপুর ঘ)নন্দনপুর ঙ)কিসামত বসন্তপুর চ) গোপালপুর।

মোট ভোটার সংখ্যাৃ: ২৩৯৯৬ জন।