যমুনেশ্বরী নদীঃ
গোপালপুর ইউনিয়নের মধ্যদিয়ে যমুনেশ্বররী নদী প্রবাহমান। এটি একটি অধিকতর খরস্রোতা নদী। প্রবাহ পথে এটি বিভিন্ন স্থানে বিভিন্ন নাম ধারন করেছে, কোথাও দেওনাই, কেথাও চারালকাটা, কোথাও করতোয়া আবার কোথাও যমুনাশ্বরী। বতর্মানে এই সকল নদীতে পানির প্রবাহ অত্যান্ত কম। কারণ এই সকল নদীর প্রবাহ ভূ-গভর্স্থ পানি এবং বৃষ্টির পানির উপর নিভর্রশীল। যমুশ্বরী নদী বৃহত্তর রংপুর এবং বগুড়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পাবনা জেলার বাঘাবাড়ির নিকট হুরা সাগরের সাথে মিলিত হয়েছে।
নান্দিনার বিলঃ
নান্দিনার বিল বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুরে অবস্থিত। নান্দিনার দিঘি ও নান্দিনার বিল জলমহাল দুইটি পাশাপাশি অবস্থিত। উভয় জলমহাল দুইটিই সরকারের মালিকাধিন ১ নং খাস খতিয়ানভূক্ত। নান্দিনার দিঘির আয়তন ৫৩.৩০ একর এবং নান্দিনার বিলের আয়তন ৪০.৪১ একর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস