রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার প্রথম বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত ইউনিয়ন ঘোষণাঃ আর নয় বিয়ে আঠার নিচে, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১১নং গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও যৌতুক অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে এবং নারীর সক্ষমতা বৃদ্ধি, গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইউনিয়নকে একটি বাল্যবিবাহ মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে আগামীকাল ০৭-০৩-২০১৮ইং তারিখে ২.৩০ ঘটিকায় শ্যামপুর হাট ফুটবল খেলার মাঠে গণজমায়েত অনুষ্ঠানে ঘোষণা করা হইবে। উক্ত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রংপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাশেদুল হক বদরগঞ্জ, রংপুর মহোদয় এবং সভাপতিত্ব করবেন ১১নং গোপালপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আজিজুর রহমান, ১১নং গোপালপুর ইউপি, বদরগঞ্জ, রংপুর মহোদয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস