অবস্থানঃ
গোপালপুর ইউনিয়নটি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পূর্বদিকে রংপুর সদর, বদরগঞ্জ ও মিঠাপুকুর এই তিন উপজেলার মোহনায় অবস্থিত।এখানে রয়েছে একটি ভারি শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলস। কৃষি প্রধান এলাকা বটে।ইউনিয়নটি উত্তর দক্ষিণদিকে ডিম্বাকার বটে।এই ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে ১০নং মধুপুর ইউনিয়ন পূর্বদিকে চন্দনপাঠ ইউনিয়ন উত্তরদিকে মমিনপুর ইউনিয়ন দক্ষিণ পশ্চিম দিকে কুতুবপুর ইউনিয়ন ও খাড়া দক্ষিনে রয়েছে ১নং খোড়াগাছ ইউনিয়ন।অত্র ইউনিয়নের সন্নিকটে মিঠাপুকুর উপজেলার ১নং খোড়াগাছ ইউপি অবস্থিত। যাহা্কে বিভক্ত করেছে গোপালপুর ভীমের গড় সীমানা।অক্ষংশ, দ্রাঘিমাংশ সহ google map - এ
আয়তনঃ
ইউনিয়নের আয়তন ২২.২২ বর্গ কিলোমিটার। ইউনিয়নের মোট ৬টি মৌজা রয়েছে। মৌজা গুলো হলো: ক) শিবপুর খ) বসন্তপুর গ) বছরাজপুর ঘ)নন্দনপুর ঙ)কিসামত বসন্তপুর চ) গোপালপুর।
উক্ত ইউনিয়নের গ্রাম/পাড়া গুলো হচ্ছে মথুরাপুর শিবপুর মৌজায়ঃ মথুরাপুর, মথুরাপুর গড়, শিবপুর্ চয়নের পাড়া, শিবপুর উত্তর পাড়া, শিবপুর সরকার পাড়া, শিবপুর দিঘীর পাড়া, শিবপুর মোক্তার পাড়া, শিবপুর হিন্দুপাড়া, দক্ষিন শিবপুর, বছরাজপুর, বছরাজপুর সাতভাইপাড়া, বছরাজপুর ঝুলিপাড়া, বছরাজপুর মাষ্টার পাড়া, শিবপুর প্রামানিক পাড়া, শিবপুর দালালী পাড়া শিবপুর বাবুপাড়া ,শিবপুর শাহপাড়া,শিবপুর শাকোয়াপাড়া ,শিবপুর মৌজায়: শিবপুর কুঠিপাড়া, শিবপুর হল্যাইপাড়া ,শিবপুর বালাচওড়া ,শিবপুর মুচিপাড়া ,শিবপুর, শিবপুর তেলিপাড়া ,শিবপুর সরকার পাড়া ,শিবপুর প্রামানিক পাড়া, শিবপুর মন্ডলপাড়া, শিবপুর গুয়াতিপাড়া, শিবপুর মধ্যপাড়া, বসন্তপুর পশ্চিম পাড়া, পূর্বশিবপুর বসন্তপুর মুন্সিপাড়া, নয়াপাড়া, নন্দনপুর পূর্বশিবপুর,কিসামত বসন্তপুর, নন্দনপুর মিলকলোনী, নন্দনপুর পাঠনীপাড়া, কিং বসন্তপুর, গোপালপুর ষ্টেশন পাড়া, গোপালপুর বৈরাগীপাড়া, গোপালপুর আদর্শ পাড়া ,গোপালপুর বাবুপাড়া, গোপালপুর মাষ্টার পাড়া ,গোপালপুর আকন্দপাড়া, গোপালপুর ঠাটারীপাড়া, গোপালপুর পশ্চিম পাড়া ,গোপালপুর মুসলিম পাড়া ,গোপালপুর মধ্যপাড়া ,গোপালপুর উত্তর পাড়া, গোপালপুর দক্ষিন পাড়া, গোপালপুর নয়াপাড়া, গোপালপুর ভীমের গড়/গুচ্ছগ্রাম ,বারঘরিয়া ও আইড়মারী।
জনসংখ্যা:
ইউনিয়নে মোট জনসংখ্যা ৩৬১৩২ জন। মেয়ে ৪৫৭৪ জন ছেলে ৪৪৮৫ জন মহিলা ১৩২৯৮ পুরুষ ১৩৭৭৫ জন। পরিবার রয়েছে ৭০৫২ টি। জনসংখ্যার প্রায় ৪০% লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে। ইউনিয়নের হতদরিদ্র পরিবারের সংখ্যা প্রায় ১১৮০। মোট জনসংখ্যার প্রায় ৮০% মুসলিম ও ২০% হিন্দু সম্প্রদায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস